
প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার
ইসলাম মানবতার ধর্ম। নারী ও পুরুষ উভয়কে সম্মান ও মর্যাদার সঙ্গে সৃষ্টি করেছেন আল্লাহ। ইতিহাসের পাতা ওলটালে দেখা যায়, ইসলামপূর্ব যুগে নারীদের কোনো সম্মান, অধিকার বা সামাজিক অবস্থান ছিল না। নারী ছিল শুধু ভোগের বস্তু, উত্তরাধিকারেও ছিল তাদের অংশ, জীবন্ত কন্যাশিশুকে পুঁতে ফেলা ছিল প্রচলিত রীতি। সে অমানবিক যুগে ইসলামের আবির্ভাব নারী জাতির জন্য ছিল এক আলোকবর্তিকা। রাসূলুল্লাহ (সা.)-এর মাধ্যমে ইসলামের যে আলো ছড়িয়ে পড়ে, তা নারীর জীবনে নিয়ে আসে এক বিপ্লব। নারীকে দেওয়া হয় আত্মমর্যাদা, শিক্ষার অধিকার, সম্পদের অধিকার, নিরাপত্তা ও সম্মানের পূর্ণ নিশ্চয়তা। তাই বলা যায়, ইসলামই প্রথম নারী-অধিকার রক্ষাকারী ধর্ম।