
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্কে আওয়ামী লীগ কর্তৃক এনসিপি সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক রাজনীতিবিদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের স্মৃতিসৌধ সংলগ্ন তোরণের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
সমাবেশে বক্তারা নিউইয়র্কে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং ইন্টারিম সরকারের গাফিলতির জবাবদিহিতা ও আওয়ামী লীগের বিচারের দাবি তুলে ধরেন।
এসময় বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জামশেদ ভুঁইয়া, কার্যনির্বাহী সদস্য আসিফ নেওয়াজ ও মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ছায়েব আলী।
এছাড়া উপস্থিত ছিলেন মনির হোসেন, কেফায়েত উল্লাহ, তারা মিয়া, রতন মিয়া, নূর মোহাম্মদ ও শেখ মো. ইকবালসহ স্থানীয় এনসিপি নেতাকর্মীরা।