
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকা থেকে পাপ্পু (৪০) নামে এক ভারভীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে তাকে আটক করে সকালে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) শহিদুল ইসলাম জানান, ২৫ বিজিবি’র জোয়ানরা অবৈধভাবে অনুপ্রবেশকালে তাকে আটক করে। তার কাছে বাংলাদেশে আসার কোনো কাগজপত্র ছিলো না। বিজিবির দেওয়া অভিযোগ অনুযায়ি তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।