গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল
গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন বাস্তবায়ন ৪ দফা দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি।
রবিবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের ছাফিয়া আছাফ বিপিএড কলেজ মাঠ থেকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, যুগ্ন সমন্বয়কারী রাশেদুল ইসলাম জুয়েল, জুলাই যোদ্ধা শহীদ জুয়েল রানার মা জমিলা বেগম, সদস্য কাজল রেখা পিংকি মনি, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক হাফিজুর রহমান, জেলা শ্রমিক শক্তির প্রধান সমন্বয়কারী সম্রাট শেখ, উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী নিতাই চন্দ্র বর্মন, উপজেলা শ্রমিক শক্তির প্রধান সমন্বয়কারী ফুয়াদ হাসান ও জাতীয় শ্রমিক শক্তির পৌর নেতা মনজুরুল হক।
অনুষ্ঠানে বক্তারা জানান, নির্বাচনের আগে আমাদের চার দফা দাবী অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তা না হলে নতুন বাংলাদেশের বিনির্মাণ ঘটবে না।