বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি প্রসাধনী জব্দ করেছে পুলিশ। এ সময় দু’জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় পাচার কাজে ব্যবহার করা মাইক্রোবাস। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সোহাগ সিকদার (৩৮) ও পাপেল মিয়া (৩৬)। এর মধ্যে সোহাগ সিকদার বরিশাল জেলার পাংশা উপজেলার শাহজাহান সিকদারের ছেলে ও পাপেল মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুর রশিদ।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল আলম জানান, গোপন সংবাদেও ভিত্তিতে মঙ্গলবার সকালে সোনারামপুর ব্রীজের কাছে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। পরে মাইক্রোবাস থেকে ৬০০ পিস বিদেশী মেকআপ রিমোভার, ২৫৫ পিস ফেইস ওয়াশ, ২৬৫ পিস স্কিন কেয়ার ক্রিম, ২৪ বোতল শ্যাম্পু উদ্ধার এবং দুই যুবককে গ্রেপ্তার ও মাইক্রোবাটি জব্দ করা হয়। তিনি বলেন, উদ্ধারকৃত প্রসাধনীর আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।