ইকবাল হাসান, রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ইউনুস মন্ডল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামের বাসিন্দা।
পাংশা থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল সোয়া সাতটার দিকে মাদুলিয়া গ্রামে ইউনুস মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দুটি পাইপগান, একটি ওয়ান শুটারগান, চারটি কার্তুজ, দুটি রেঞ্জ টিয়ার গ্যাসসেল, চারটি ককটেল, একটি ধারালো কুড়াল, একটি এক্সপেন্ডেবল ব্যাটন ও চারটি পটকা উদ্ধার করা হয়। অভিযানের সময় ইউনুস মন্ডলকে আটক করা
অপরদিকে সকাল সোয়া আটটার দিকে একই ইউনিয়নের নিভা গ্রামে আরেকটি অভিযানে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, দুটি বড় আকারের হাসুয়া, ছয়টি ককটেল এবং পাঁচটি পটকা উদ্ধার করা হয়।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করেন। এ সময় ইউনুস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে দীর্ঘদিন ধরে। স্থানীয় একটি বিশেষ সম্প্রদায়ের লোক তার ভয়ে আতঙ্কে ছিল।
অস্ত্র উদ্ধারের ঘটনায় পাংশা থানায় একটি মামলা ও একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।