1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ মাসে ১১০ কোটি টাকার পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়া টর্চ লাইট জ্বালিয়ে সড়কে  দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ৩০ বগুড়ার পরিবেশ সুরক্ষায় ‘প্লাস্টিকের বিকল্প ব্যবহার’ শীর্ষক প্রদর্শনী ও আলোচনা সভা গাবতলীতে বিশেষ অভিযানে মাদক কারবারী ও গরু চোরসহ ৪ জন গ্রেপ্তার গাইবান্ধায় জেলা প্রশাসন ও পরিবহন কতৃপক্ষের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  বিজয়নগরে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার বাঘায় বিএনপির জনসমুদ্রে রাষ্ট্র মেরামতের অঙ্গীকার ময়মনসিংহের চুরখাইয়ে অভিযান: ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বগুড়া ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত  শাজাহানপুরে নিখোঁজ সিএনজি চালকের পচনধরা মৃতদেহ উদ্ধার

রামগঞ্জে জোড়া খুনের রহস্য উদঘাটন স্বর্ণের লোভে মামি ও মামাতো বোনকে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধী

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার তুরাগ থানা এলাকার একটি গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত পারভেজ নিহত জুলেখা বেগমের ননদের ছেলে। গ্রেপ্তারের পর সে পুলিশের কাছে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে।

 

পুলিশ জানায়, অভাবের কারণে স্বর্ণের লোভে নিজের মামী জুলেখা বেগম ও মামাতো বোন তানহা আক্তার মীমকে হত্যা করে ঘাতক পারভেজ। ঘটনার পর আলমারি ভেঙে প্রায় সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যায় সে।

 

পুলিশ ও পরিবার জানায়, গত ৯ অক্টোবর বিকেলে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামে নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে মা এবং কলেজপড়ুয়া মেয়েকে খুন করা হয়। ভিকটিমরা উপজেলার সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য মিজানুর রহমানের স্ত্রী ও কন্যা।

 

জেলা পুলিশ জানায়, ঘটনার পর ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাঠে নামে। ডিবির তদন্তকারী দল ব্যবসায়ী মিজানুর রহমানের ভাগিনা পারভেজকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে পারভেজ জানায়, সে গত ২ মাস আগে সৌদি আরব থেকে দেশে আসে। তার প্রচন্ড টাকার অভাব ছিল এবং স্থানীয় একটি এনজিওতে ঋণ ছিল। এছাড়া একটি ব্যাংকে তার এ্যাকাউন্টে থাকা এক লাখ ৭০ হাজার টাকা সে উঠাতে না পেরে আর্থিক সংকটে ভোগে। অভাবের তাড়নায় সে তার মামা মিজানুর রহমানের বাসা থেকে স্বর্ণালংকার লুটের ফন্দি আঁটে।

ঘটনার দিন বিকেলে রামগঞ্জ শহর থেকে একটি চাকু কিনে সে মামার বাড়ি চন্ডিপুরে যায়। বাড়িত মা জুলেখা ও মামাতো বোন মীম একাই ছিল। তারা পারভেজকে আমড়া ও আপেল খেতে দেয়। এরপর সে মীমের সাথে ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে যায়৷ সেখানে সে মীমকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে হত্যা করে। এরপর নীচ তলায় নেমে মামী জুলেখাকে উপর তলায় ডেকে নয়। মামী উপর তলায় গেলে তাকে পেছন দিক থেকে পারভেজ একটি প্লেটের সাহায্যে মাথায় আঘাত করে, পরে টি-টেবিলের সাহায্যে আঘাত করে। এতে সে পড়ে গেলে চুরিকাঘাত করে হত্যা করে। পরে একটি শাবল দিয়ে আলমারি খুলে সেখানে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে শ্বশুর বাড়িতে যায়। আসার সময় নিজের জামা কাপড় বদলে মামাতো ভাইয়ের জামা কাপড় পরে নেয়।

পুলিশ জানায়, পারভেজ লুটকৃত স্বর্ণের প্রায় এক ভরি লক্ষ্মীপুরের দুটি দোকানে বিক্রি করে দেয়। বাকী প্রায় ছয় ভরি স্বর্ণসহ সে ঢাকায় অবস্থান করে। তাকে গ্রেপ্তারের পর স্বর্ণগুলোও উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট