বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অভিযানে দুই কোটি ৫৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ হয়েছে। শনিবার রাতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোৎভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল।ফোন ডিসপ্লে, এক কোটি চার লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, খাদ্য সামগ্রী ও পটকা জব্দ করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।