
মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
ছাত্রদলের উদ্যোগে নতুন সংযোজন, উপকৃত হবেন শিক্ষার্থীরাজাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের উদ্যোগে স্থাপিত একটি বিশুদ্ধ পানির ফিল্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ‘বিশুদ্ধ পানি পান করুন, সুস্থ ও নিরাপদ থাকুন’—এই স্লোগানকে সামনে রেখে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপনেওয়াহয়েছে।
১৯ অক্টোবর রবিবার কলেজের প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. শওকত আলম মীর এবং উপাধ্যক্ষ মো. ওয়াহেদ আলী সরকার।ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ। এছাড়াও কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাফিউল আল আমিন সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান।