বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার একটি রেলসেতুতে নিয়মিত ধাক্কা লাগে বালুবাহী বাল্কহেডের। এতে ওই সেতুটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার দুপুরে ওই সেতু পার হওয়ার সময় অভিযান চালিয়ে চারটি বাল্কহেড সংশ্লিষ্টদেরকে জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভুইয়া জানান, নিয়ম নীতি তোয়াক্কা না করে ওই নৌপথে চলাচলকারি বালুবাহী বাল্ক হেড রেলসেতুতে ধাক্কা লাগছে। ফলে রেলসেতুটি ক্ষতিগ্রস্থ হয়। অভিযানের সময় চারটি বাল্কহেড সংশ্লিষ্টদেরকে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।