বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বিজিবি। বুধবার দুপুরে উপজেলার চাঁনপুর এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
বিজিবি ২৫ ব্যাটালিয়ন অধিনায়ল লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাতটার দিকে সীমান্তের ২০০৭/৭ পিলারের কাছে অবস্থান নেয়। বেলা একটার দিকে সন্দেহভাজন দুই বাংলাদেশি ভারতের দিক থেকে আসার সময় বিজিবি ধাওয়া করে। এ সময় তারা স্কচটেপ মোড়ানো দু’টি প্যাকেট ফেলে দেয়। ওই প্যাকেটগুলো থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।