বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার চারটি উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চলতি বছরের ১০ মাসে ১১০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি-৬০ ব্যাটালিয়ন। এসব পণ্যের মধ্যে নাদক ছাড়াও শাড়ি, থ্রিপিস, মোবাইল ফোন ডিসপ্লে, কসমেটিসক, ওষুধ ইত্যাদি রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর বিজিবি- ৬০ ব্যাটালিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কিছু অংশ, কসবা উপজেলা, কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা সীমান্তের দায়িত্বে রয়েছেন। ১০ মাসে ওইসব সীমান্ত থেকে ১৩০ জনকে আটক করা হয়।
এদিকে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ভোরে কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা থেকে এ পণ্য জব্দ করা হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত এলাকা খেকে এক কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস এবং চার কোটি ৫০ লাখ ৮০ হাজান টাকা মূল্যের ভারতীয় চশমা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়ে তিনি বলেন, ‘এখন মানব পাচার একদমই হয় না। যেসব চোরাচালান পণ্য আসছে সেগুলো বিজিবির হাতে ধরা পড়ছে। ১০ মাসে ১১০ কোটি টাকা চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হয় বিজিবি।