
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে থাকা ১৪টি দোকান উচ্ছেদসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সোমবার, ২৭ অক্টোবর সকাল থেকে জেলা শহরের সকল ফার্মেসি বন্ধ থাকে। তবে বিষয়টি সমাধানের আশ্বাসে বিকেল চারটা থেকে সব ফার্মেসি খুলতে শুরু করে। ফার্মেসি বন্ধ থাকা প্রায় ১০ ঘন্টা সময়টাতে রোগী ও তাদের স্বজনদেরকে দুর্ভোগে পড়তে হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি মহিলা কলেজ মার্কেটের বরাদ্দকৃত বৈধ বাণিজ্যিক স্থাপনা অবৈধ উল্লেখ করে উচ্ছেদ সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ড্রাগিস্ট ও ক্যামিস্ট সমিতি । রবিবার রাতে কর্মসূচি ঘোষণা করে জানানো হয়, সোমবার সকাল ছয়টা থেকে জেলা শহরের সব ফার্মেসি বন্ধ থাকবে।
এর আগে কলেজের সামনের দোকান অবৈধ উল্লেখ করে সেখানে কলেজের প্রবেশ মুখের গেইট বড় করার দাবি তুলেন শিক্ষার্থীরা। একাধিক দিন তারা এ দাবিতে বিক্ষোভ করেন। রবিবার তারা কলেজের সামনে অবরোধ সৃষ্টি করে আগুন ধরিয়ে দেয়। শিক্ষার্থীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বাণিজ্যিক স্থাপনা না রাখার বিষয়ে সরকারের একটি নির্দেশনাও রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি মো. নূরে আলম সিদ্দিকী জানান, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ মার্কেটে ১৪ টি দোকান বৈধভাবে ভাড়া নেওয়া। ব্যবসায়ীরা নিয়মিত ভাড়া প্রদান করে আসছেন। অথচ সম্প্রতি বরাদ্দকৃত দোকানগুলোকে অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হয়। এর প্রতিবাদে ওষুধের দোকান বন্ধ রাখা হয়। পরবর্তীতে বিষয়টি সমাধানে প্রশাসনসহ সংশ্লিষ্টদের আশ্বাসের প্রেক্ষিতে ও জনদুর্ভোগের কথা চিন্তা করে ফার্মেসি বন্ধের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়।