
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া বলেছেন মুক্তিযোদ্ধারা একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুস্থ বাংলাদেশ দেখার জন্য দেশকে স্বাধীন করেছিল। কিন্তু আমরা কি করেছি। স্বাধীনতার ৫৪ বছরে স্বাধীন বাংলাদেশ বার বার বাঁধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে আর যেন বাংলাদেশ বাঁধাগ্রস্ত না হয়। একটা পরিকল্পনা মাফিক গণতান্ত্রিক উপায়ে যেন দেশ পরিচালিত হয় সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। বুধবার সকালে আখাউড়া উপজেলার দরুনই গ্রামে শায়িত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কবীর আহমেদ ভূইয়া আরও বলেন মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ রণাঙ্গন আখাউড়া ও কসবা। এখানে সম্মুখ সমরে যুদ্ধ হয়েছে। আমাদের সৈনিকরা, বীর মুক্তিযোদ্ধারা আখাউড়া- কসবার মানুষ সম্মুখ সমরে যুদ্ধ করেছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পেয়েছি। যদিও বাংলাদেশে বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকারের উত্থান ঘটেছে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ১৭ বছরের সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবীর আহমেদ ভূইয়া বলেন ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
পরে তিনি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান এবং বিএনপির তারা চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আক্তার খান প্রমুখ।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।