1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ির বিএনপির আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি  মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার  আহবান ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের নব উপদেষ্টা পরিষদ গঠন করা হলো   আখাউড়া দিয়ে ভারতে ‘রেকর্ড’ রপ্তানি, ২৭  ট্রাকে গেলো সোয়া তিন কোটি টাকার মাছ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি ত্রিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন মর্যাদায় গাইবান্ধায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ার সাদ্দাম হোসেন  হত্যাকারিদের বিচার দাবি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১

বগুড়ার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি: স্কুল থেকে একজনকে ধরে পুলিশের হাতে সোপর্দ সার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজ বুরুরবাড়ি চালুয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির ঘটনায় মোঃ গোলাম আযম ওরফে এজাজ মাহমুদ ডন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তায় অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়।

এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: শামিমা সুলতানা (৪৫) বাদী হয়ে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ অক্টোবর, ২০২৫) সকাল ১০টার দিকে চালুয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বিদ্যালয়ের চলমান অগ্রগতি এবং কমিটি গঠন বিষয়ে কয়েকজন শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ-আলোচনা চলছিল।

আলোচনা চলাকালে অভিযুক্ত মোঃ গোলাম আযম ওরফে এজাজ মাহমুদ ডন (৩৬), তার পিতা মৃত: মনজুরুল হক ফুল বাবু, সাং- রামনগর, সারিয়াকান্দি এবং আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি অনধিকার প্রবেশ করে। তারা শিক্ষকের কক্ষটি ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয় এবং পূর্বের দাবীকৃত ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেয়।

পরে, সকাল সাড়ে ১১টার দিকে তারা আবারও প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে মৃত্যুর ভয় দেখিয়ে ৫ হাজার টাকা চাঁদা গ্রহণ করে। তাদের এমন আচরণে উপস্থিত অন্যান্য শিক্ষকরা হতবাক হয়ে পড়েন।

শিক্ষক-শিক্ষার্থীদের তৎপরতা

পরিস্থিতি দেখে সহকারী শিক্ষক মোঃ আজিজুল হক দ্রুত অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের সহযোগিতা নিয়ে সুকৌশলে অভিযুক্ত গোলাম আযম এজাজ মাহমুদ ডন (৩৬)-কে আটক করেন। এ সুযোগে তার সঙ্গে থাকা অন্য ২-৩ জন অজ্ঞাতনামা সহযোগী পালিয়ে যায়।খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ডনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

সারিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় দণ্ডবিধি ১৮৬০ এর ৪৪৮/৩৮৫/৩৮৬ ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মামলা নং-১৪, তারিখ-২৯-১০-২৫ এবং জিআর নং ১৪৭/২০২৫।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট