
এ,কে,এম,খোরশেদ আলমনাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেবুধবার সকাল সাড়ে ৯ টায় ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) নাটোরের পরিদর্শক আশরাফুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোশাররফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় বক্তারা শিক্ষার্থীদের উদেশ্য বলেন,
মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ি” আরও বলেনএকটি পরিবার ধ্বংশের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যতেষ্ট। মাদক বিনোদনের মাধ্যম নয়, আত্মাহননের পথ।মেধা সবার রয়েছে কিন্তু তা কাজে লাগাতে হবে। পরিশ্রম করতে হবে। সেই সাথে অসৎ পথ পরিহার করতে হবে। মাদক থেকে দুরে থাকতে হবে। মাদক একটা পরিবার শেষ করে দেয়। মাদক দ্রব্যের কুফল সম্পর্কে নিজে জানুন এবং অন্যকে জানতে সহায়তা করুন। মাদক মুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।বক্তব্য শেষে শিক্ষার্থীদের প্রশ্নোত্তরের মাধ্যমে দৃষ্টি আকর্ষন ও শিক্ষার্থীদের হাতে একটি করে খাতা উপহার দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক আশরাফুল হক। পরিদর্শক আশরাফুল হক (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর) বলেন,-পাটুল হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজ,, পিপরুল বালিকা উচ্চ বিদ্যালয়সহ নলডাঙ্গার বিভিন্ন বিদ্যালয়ে আমাদের সচেতনতা “মাদককে না বলি,, সুস্থ সুন্দর জীবন গড়ি,, কার্যক্রম চলমান।