
প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার
উক্ত সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি জনাব গাজী জসীম মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্প সেক্টরে নিরাপত্তা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। মালিক-শ্রমিকদের মাঝে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প সহায়ক পরিবেশ ও শিল্পাঞ্চলে স্থিতিশীল অবস্থা নিশ্চিত করে চলছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। কিছু স্বার্থানেষী মহল দেশের অর্থনীতি উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সর্বদা বর্তমানে তৎপর আছে। এছাড়াও শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোন ধরনের শ্রম অসন্তোষ নিরসনে শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ, বিকেএমইকেসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের মাধ্যমে নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শ্রমবান্ধব নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়াও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, শিল্পখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে ও শ্রম অসন্তোষ নিরসনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করলে এটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উক্ত সময়ে আইপি হেডকোয়াটার্সের ডিআইজিগণ, অ্যাডিশনাল ডিআইজিগণ, ইউনিটের পুলিশ সুপারগণ এবং বিজিএমইএ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।