
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে ওই দুই জেলার বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থান কাপড়, ইলেকট্রিক পণ্য ও খাদ্যসামগ্রী। এসব পণ্য অবৈধ পথে ভারত থেকে আসে। জব্দ করা এসব পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।