
পিরোজপুর জেলা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেনআজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লা ড. সৈয়দ মুহা. শরাফত আলীর স্বাক্ষরিত এক শোকবার্তা গণমাধ্যমে পাঠানো হয়। শোকবার্তায় পীর ছাহেব কেবলা বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে সুখ্যাতি অর্জন করেন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে দেশ ও জনগণের সেবায় নিজেকে উজাড় করে দেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নীতিতে অটল থেকে তিনি বিশ্বের বুকে দেশের মর্যাদা সমুন্নত রাখেন এবং পারস্পরিক সহযোগিতার হাত সম্প্রসারিত করেন। মহান আল্লাহ পাক তাঁর বিদেহী আত্মাকে রহম করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।স্মৃতিচারণ করতে গিয়ে হযরত পীর ছাহেব কেবলা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তাঁর দাদা মরহুম মুজাদ্দেদে যামান হযরত মাওলানা শাহ্ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.)-এর প্রগাঢ় সম্পর্ক ছিল। তাঁর দাদা মরহুমের পরামর্শে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামের প্রভূত খেদমত করতে সক্ষম হন। পরবর্তীকালে তাঁর আব্বা মরহুমের জীবদ্দশায় পর্দার বিধানের বাধ্যবাধকতার কারণে মরহুমা বেগম খালেদা জিয়ার সঙ্গে সরাসরি সাক্ষাৎ না হলেও তিনি তাঁর স্বামীর মতোই অত্র দরবারকে শ্রদ্ধার নজরে দেখতেন।পীর ছাহেব কেবলা আরও বলেন, দেশের জন্য যখন মরহুমা বেগম খালেদা জিয়ার মতো একজন মান্য, পরীক্ষিত ও আপোষহীন ব্যক্তিত্বের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক তখনই তিনি দেশবাসীকে শোকসাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমালেন। এতে আল্লাহর হেকমত তিনি নিজেই ভালো জানেনহযরত পীর ছাহেব কেবলা মরহুমার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সবাইকে ধৈর্য ধারণের পরামর্শ দেন। দেশের এই ক্রান্তিকালে তিনি জনাব তারেক রহমানকে তাঁর মায়ের এই শোককে শক্তিতে রূপান্তর করে পিতার আদর্শ ও নীতিতে অটল ও অবিচল থেকে দল ও দেশের খেদমত করার আহ্বান জানানএছাড়া পীর ছাহেব কেবলা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও এর অঙ্গসংগঠনসমূহ- যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, আঞ্জুমানে ওয়ায়েজীন ও জমইয়াতে ওলামার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের অধিভুক্ত তিন সহস্রাধিক দ্বীনিয়া মাদ্রাসায় কুরআন খতম ও খতমে তাহলীল পাঠ করে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনার নির্দেশ দেন। পাশাপাশি মরহুমার জানাযার নামাজে পীরভাই, মুহিব্বীনসহ সর্বস্তরের মুসলমানদের সাধ্যমতো উপস্থিত থাকার অনুরোধ জানান।