
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ ১০ জানুয়ারি শনিবার পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে গতকাল ৯ জানুয়ারি শুক্রবার পরীক্ষা চলাকালীন সময় পলাশবাড়ী উপজেলার পৃথক তিনটি কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নয় জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— পলাশবাড়ী উপজেলার রোমেনা আক্তার ও আল ইমরান; ফুলছড়ি উপজেলার আবু সুফিয়ান; গাইবান্ধা সদর উপজেলার ফারজানা ববি, মোনালিসা আক্তার ও শারমিন আক্তার; সাদুল্যাপুর উপজেলার সুজন মিয়া; পলাশবাড়ী উপজেলার সুমন রানা এবং সাঘাটা উপজেলার রায়হান মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন ওই পরীক্ষার্থীরা কৌশলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছিলেন। কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ডিভাইস উদ্ধার করা হয়। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।পলাশবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত শ্রশান্ত কুমার জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছে। ১০ জানুয়ারি শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে । এই জালিয়াতি চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।এব্যাপারে তাদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে বলে জানান।