
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ও পৌর শাখার যৌথ সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারী বুধবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য জেলা বিএনপি’র সভাপতি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকগাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু’র পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ সেকেতুর রব অনিক।উক্ত কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাগর সরকার মিনু, মিজানুর রহমান নিক্সন, মাহফুজ সরকার,মামুন সরকার,সেলিম মিয়া, সাজু প্রামানিক,ফুয়াদ সরকার, সদস্য সচিব রাজু আহমেদ, পৌর যুবদলের আহবায়ক আব্দুল লতিফ,সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন,যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক সুমন, রাজু সরকার, সদস্য সচিব হেমাইদুল ইসলাম মেহেদীসহ উপজেলা সকল ইউনিটের সভাপতি/সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।