
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল
গাইবান্ধার সাঘাটায় জমির টপ সয়েল কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গাইবান্ধার সাঘাটা উপজেলার ডিমলা পদুমশহর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি (টপ সয়েল) কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে লাল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার ডিমলা পদুমশহর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষি জমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে নেওয়ার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তি লাল মিয়াকে তাৎক্ষণিকভাবে দোষী সাব্যস্ত করে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত বলেন, কৃষি জমির টপ সয়েল কাটা সম্পূর্ণ অবৈধ এবং এতে জমির উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবেস্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কারণে ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিউপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।