বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযানে তিনজন আটক। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। আখাউড়া থানার এস আই মোঃ জহিরুল হক, এস আই স্বপন কুমার ভৌমিক, এ এস আই মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আদালতের গ্রেফতারি পুরনোভুক্ত আসামিরা হল, আখাউড়া পৌরসভার নারায়ণপুর গ্রামের জিন্নত আলীর ছেলে জসিম উদ্দিন। আখাউড়া মনিয়ন্ধ ইউনিয়নের ধর্মনগর গ্রামের জমিদার মিয়ার ছেলে জনি মিয়া। উপজেলার মোগরা ইউনিয়নের ছযঘরিয়া গ্রামের মৃত আবুল হাসেম এর ছেলে মোহাম্মদ আবুল বাশার।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন আসামিকে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া আদালতের সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, আখাউড়া থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান আছে।