বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
আগামী ১ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের সমর্থনে আখাউড়ায় আনন্দ শোডাউন মিছিল হয়েছে। আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় পৌর শহরের সড়ক বাজার মুক্ত মঞ্চের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন গেইটের সামনে পথসভা করে। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান প্রমুখ।
বক্তারা বলেন আগামী ১ ফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে সম্মেলন যোগদান করবো। কবির আহমেদ ভূইয়াকে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত করে বিজয়ের মালা পড়িয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।