1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর :
বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদুল আজহার উপলক্ষে শেরপুরজেলা প্রশাসকের কার্যালয়ে চামড়া ব্যবসায়ী মত বিনিময় সভা অতিরিক্ত আইজিপি জনাব গাজী জসীম উদ্দিন এর বদলি-জনিত বিদায় সংবর্ধনা ভুল অপারেশনে চিকিৎসকের অসতর্কতায় শ্বাসনালি কেটে শিশুর মৃত্যুর অভিযোগ  সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১২,৮৩,১০০/- টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও বাসমতি চাউল জব্দ সাভারের মজিদপুর এলাকায় মেয়ের হাতে বাবা খুন সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা কাপ আন্তঃ বিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত শেরপুর জেলা শ্রীবরদী উপজেলা হতদরিদ্রের মাঝে সম্পদ বিতরণ অনুষ্ঠানে।  প্রিয় সাংবাদিক শিল্পী আক্তার এর শুভ জন্মদিন আগৈলঝাড়া উপজেলা সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন 

বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব ফার্মের গাজর মাঠে ২৭ জানুয়ারী ২০২৫, সোমবার সকাল ১০.৩০টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত মাঠ দিবস এবং কৃষকদের গাজর ও টমেটো উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে এবং এস.সি.বি. প্রকল্পের আওতায় পরিচালিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বাউরেস পরিচালক প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান এর সভাপতিত্বে এবং এস.সি.বি. প্রজেক্টের

প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও হর্টিকালচার ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশীদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি প্রফেসর ড. মাসুম আহমাদ ডিন(ভারপ্রাপ্ত) কৃষি অনুষদ। কৃষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল কাদির জিলানী। এছাড়াও আরো বক্তব্য রাখেন প্রফেসর ড.মোঃ হাবীবুর রহমান, প্রফেসর ড.মোঃ আখতারুল ইসলাম কো-পিআই সংশ্লিষ্ট প্রকল্প, প্রফেসর ড. মোঃ রোস্তম আলী, ড. মোঃ সামছুল আলম ভুইয়া, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, বিশেষ অতিথি প্রফেসর ড. মোঃ শহীদুল হক ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রফেসর ড. মোঃ জহির উদ্দিন সাবেক ডিন কৃষি অনুষদ, প্রফেসর ড.মোঃ গোলাম রব্বানী সাবেক ডীন কৃষি অনুষদ এবং সহযোগী প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এস.সি.বি. প্রজেক্ট। উক্ত অনুষ্ঠানে এছাড়াও অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা এবং কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া গাজর এবং টমেটো সংশ্লিষ্ট এই প্রকল্পের গবেষণার বিষয়ে প্রশংসা করেন এবং কৃষি সেক্টরের উন্নয়ন তথা দেশের উন্নয়নের লক্ষ্যে গবেষণার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং পুস্টি নিরাপত্তায় বাকৃবির অবদান মনে করিয়ে দেন।তিনি এই প্রকল্পের সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. মোঃ হারুন অর রশীদের সাফল্য কামনা করেন একই সাথে উপস্থিত কৃষক-কৃষাণীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি গাজরের অধিকতর ব্যবহারের উদ্দেশ্যে পাইলট প্রজেক্টের মাধ্যমে স্কুল কিংবা কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য গাজরের সালাদ/মেন্যু চালু করার বিষয়ে পরামর্শ দেন। অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান অন্যান্য সবজির তুলনায় গাজর এবং টমেটোর বাজার মূল্য বিবেচনায় দীর্ঘমেয়াদে অধিক লাভজনক উল্লেখ করে এই দুটি সবজি চাষের উপর জোর দেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী ৩৫ জন কৃষক-কৃষাণী ছাড়াও বাকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের ১০ জন ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট