বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমসহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সকাল ১১ টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো:ছামিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম সওরোয়ার, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,বিআরডিপি চেয়ারম্যান জিয়াউল হুদা শিপন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম,আরডিও মো:রাসেল, বনআ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ডিজিএম সুবাস চন্দ্র দাস , কসবা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ইয়াছিন রেজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজ খান জয়, সাংবাদিক এস এম নাছির উদ্দিন খান,সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান জীবন,মহিলা গণমাধ্যম কর্মী আফরোজা রশীদ ,ফারজানা রশীদ রোবা,আকলিমা রশীদ,জুলেখা আক্তার, বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র সমাজের সাইদুল ইসলাম সাকিব,আমিনুল ইসলাম,মুনইমু রেজা সাহাব,মো:সৌরভ ভূইয়া,মো:বরকত উল্লাহ,মো:রনিত কবীর মো:শামিম রেজা, সহ অন্যান্য মিডিয়া কর্মী,সরকারী কর্মকর্তাসহ রাজনীতি নেতৃবৃন্দ প্রমুখ। কসবা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো:ছামিউল ইসলামকে শুভেচ্ছা জানান। আরও পৃথক ভাবে শুভেচ্ছা জানান,কসবা উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ ও কসবা উপজেলা বিআরডির পক্ষে ফুল ও ইসলামী বই উহার প্রদান করেন।