1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজধানীর বসিলায় সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম র‌্যাবের সমসাময়িক বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ  যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ সারাদেশে আটক ৩২৮ সংবাদ বিজ্ঞপ্তি গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল  গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভে উত্তাল গাইবান্ধা দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ সদা প্রস্তুত রংপুরে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস  দূর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক

সুন্দরগঞ্জে শিক্ষক লাঞ্ছিত, থানায় অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

হারুন অর রশিদ গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তসলিম উদ্দিন বাবলু (৫৬) নামে এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উত্তর রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীর (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী তসলিম উদ্দিন ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিএনপি নেতা। তিনি ওই গ্রামের মৃত শাহাবুদ্দিন মুন্সির ছেলে।

অভিযুক্ত আজগার আলী উত্তর রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উত্তর রাজিবপুর গ্রামের মৃত নফাজ উদ্দিন মিস্ত্রীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে উত্তর রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদ নিয়ে আলোচনা করতে গেলে প্রধান শিক্ষক আজগার আলী তাকে গালিগালাজ করেন। পরিস্থিতি এড়াতে তিনি সেখান থেকে সরে যান।

কিন্তু এক ঘণ্টা পর দুপুর ১টার দিকে প্রধান শিক্ষক আজগার আলী কয়েকজনকে নিয়ে উত্তর রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে এসে ফের তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি তার সহযোগীদের মারধরের নির্দেশ দেন। এরপর রাজু মিয়া (৪০) ও আলম মিয়া (৩৮) তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, রাজু মিয়া ধারালো অস্ত্র দিয়ে বাবলুর বাম হাতে আঘাত করেন, এতে তার হাত কেটে যায়। পাশাপাশি প্রধান শিক্ষক আজগার আলীর আঘাতে তার ঠোঁট ফেটে যায়। সহকর্মী ও শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট