1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক নির্দেশে (তিনশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাাঁজা সহ ০২ জন আটক রামগঞ্জে রাজিয়া বেগম (৬৫ ) বছরের বৃদ্ধ কে গলা কেটে হত্যা  ঈদুল আজহার উপলক্ষে শেরপুরজেলা প্রশাসকের কার্যালয়ে চামড়া ব্যবসায়ী মত বিনিময় সভা অতিরিক্ত আইজিপি জনাব গাজী জসীম উদ্দিন এর বদলি-জনিত বিদায় সংবর্ধনা ভুল অপারেশনে চিকিৎসকের অসতর্কতায় শ্বাসনালি কেটে শিশুর মৃত্যুর অভিযোগ  সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১২,৮৩,১০০/- টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও বাসমতি চাউল জব্দ সাভারের মজিদপুর এলাকায় মেয়ের হাতে বাবা খুন সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা কাপ আন্তঃ বিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত শেরপুর জেলা শ্রীবরদী উপজেলা হতদরিদ্রের মাঝে সম্পদ বিতরণ অনুষ্ঠানে। 

অপপ্রচারের বিরুদ্ধে আখাউড়ার কৃষক  দল নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কৃষক দলের সদস্য সচিব মো. রিপন মিয়াজী সামাজিক যোগযোগ মাধ্যমে তার বিরুদ্ধে হওয়া অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার রাধানগর কলেজপাড়ার বাধন কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ২৪ ঘন্টার মধ্যে ফেসবুকের পোস্ট ডিলিট করতে পোস্টকারিদেরকে আল্টিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে রিপন মিয়াজীর ভাই সোহেল রানা মিহিন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি জানান, তার ভাই একজন ব্যবসায়ি। অথচ তার ভাইয়ের মালদারপাড়ার বাসা থেকে বিজিবি ভারতীয় কাপড় উদ্ধার করে বলে অপপ্রচার চালানো হয়। অথচ মালদারপাড়াতে ওনার কোনো বাড়ি নেই।

রিপন মিয়াজী অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগ করতেন বলেও অভিযোগ করা হচ্ছে, যা তাহা মিথ্যা। মূলত তিনি পছন্দের দল বিএনপিতে একটি ভালো পদবী পাওয়ায় দলেরই অনেকে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে। দলের মধ্যে একাধিক পক্ষ আছে বলে দাবি করেন।

রিপন মিয়াজী বলেন, ‘আমি আখাউড়া পৌরসভার ঐতিহ্যবাহী রাধানগর হাজি মহল্লার একজন শান্তিপ্রিয় বাসিন্দা। সুনামের সাথে দীর্ঘদিন ধরে আমি পৌর শহরের সড়ক বাজারে নিজের ব্যবসা পরিচালনা করে আসছি। পাশাপাশি আখাউড়া পৌর কৃষক দলের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছি। রাজনৈতিক পদ-পদবী পাওয়ার পর থেকেই একটি মহল সম্প্রতি তাদের রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য আমার পিছনে উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় গত ১০ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কয়েকটি ফেক আইডিসহ অন্যান্য আইডি থেকে আমাকে জড়িয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন অপ্রচার চালিয়ে যাচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর বটে।’

তিনি বলেন, ‘সম্প্রতি আখাউড়া পৌরসভার মালদারপাড়া এলাকায় ২৫ বিজিবি সদদস্যরা বিপুল পরিমান ভারতীয় পোশাক জব্দ করেন। কিন্তু দু:খের বিষয় ফেসবুকের বিভিন্ন আইডিতে লেখা হয়েছে আমার বাড়ি মালদারপাড়া, আমার ঘর থেকে এই অবৈধ পোশাক জব্দ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যমূলক। মূলত আমার বাড়ি রাধানগর হাজি মহল্লায়। মালদার পাড়ায় আমার কোন বাড়িঘর নেই। এমন কি আত্মীয়স্বজন পর্যন্ত নেই। শুধু মাত্র আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে সম্মানহানি করতে ও ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্থ করতে এই মহলটি ফেসবুক আইডিতে অপপ্রচার করছে। এর সঙ্গে আমি জড়িত নই, কখনো ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে এইসব মিথ্যা তথ্য ফেসবুক পোষ্ট থেকে সরিয়ে না নিলে এবং ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট