1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর :
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক নির্দেশে (তিনশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাাঁজা সহ ০২ জন আটক রামগঞ্জে রাজিয়া বেগম (৬৫ ) বছরের বৃদ্ধ কে গলা কেটে হত্যা  ঈদুল আজহার উপলক্ষে শেরপুরজেলা প্রশাসকের কার্যালয়ে চামড়া ব্যবসায়ী মত বিনিময় সভা অতিরিক্ত আইজিপি জনাব গাজী জসীম উদ্দিন এর বদলি-জনিত বিদায় সংবর্ধনা ভুল অপারেশনে চিকিৎসকের অসতর্কতায় শ্বাসনালি কেটে শিশুর মৃত্যুর অভিযোগ  সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১২,৮৩,১০০/- টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও বাসমতি চাউল জব্দ সাভারের মজিদপুর এলাকায় মেয়ের হাতে বাবা খুন সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা কাপ আন্তঃ বিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত শেরপুর জেলা শ্রীবরদী উপজেলা হতদরিদ্রের মাঝে সম্পদ বিতরণ অনুষ্ঠানে। 

শ্রীপুরে শস্যক্ষেতে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান (আসাদ) স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে ফসলি জমির মাঠে ধানগাছ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের প্রতিকৃতি।

উপজেলার বেকাসাহরা গ্রামের মাওনা-বরমী আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশের বিস্তীর্ণ ধানক্ষেতে সবুজ ও বেগুনি রঙের ধানগাছ দিয়ে ফুটিয়ে তোলা শহীদ আবু সাঈদের অবয়ব চিত্র দেখে অনেকে থমকে যান। সড়ক থেকে বিস্তীর্ণ মাঠে তাকালে চোখ জুড়িয়ে যায়। সবুজ ধানের জমিতে যেন দুই হাত প্রসারিত করে বিভিন্ন দাবি ও অন্যায়ের বিরুদ্ধে বুকে বুলেট পেতে নেওয়ার দৃশ্য দেখতে পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে মন দিয়ে সেই দৃশ্য উপভোগ করেন দর্শনার্থীরা।

এ শস্যচিত্রটি বানিয়েছেন কৃষক মো. এনামুল হক (৪১)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাসাহারা গ্রামের বাসিন্দা। কৃষক এনামুল একই গ্রামের আবদুল আউয়ালের ছেলে।

টেংরা গ্রামের আব্দুল মজিদ বলেন, কৃষক এনামুল প্রতিবছর ভিন্ন ধরনের কিছু একটা করে। ধানখেতে মা, বাংলাদেশের জাতীয় পতাকার চিত্র,মানবদেহের হৃদপিণ্ড আর এবছর শহীদ আবু সাঈদের প্রতিকৃতি

সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক মানুষ দেখতে আসে ছবি তুলে।

কৃষক এনামুল ২০২১ সালে প্রথম তার এক বিঘা জমিতে বেগুনি ধান রোপণ করেন। পরের বছর মাকে ভালোবেসে ব্যতিক্রম কিছু করার পরিকল্পনা করেন। সেই চিন্তা থেকে এক বিঘা জমিতে বাংলায় ‘মা’ শব্দটি শস্যচিত্রে রূপ দেন। অনেক দর্শনার্থী সেই শস্যচিত্র দেখে প্রশংসা করেছিলেন। সেই উৎসাহ থেকে পরের বছর জাতীয় পতাকার শস্যচিত্র তৈরি করেন, গত বছর মানবদেহের হৃৎপিণ্ডের প্রতিকৃতি,আর এবার তৈরি করেন শহীদ আবু সাঈদের প্রতিকৃতি।

এনামুল হক বলেন, প্রথমে সুতা দিয়ে আবু সাঈদের অবয়ব তৈরি করেন। এরপর সেই গঠন অনুযায়ী, রোপণ করেন দুই জাতের ধান গাছ। তার সঙ্গে ধান রোপণে সহযোগিতা করেছেন আরও কয়েকজন। শহীদ আবু সাইদের উৎসর্গ স্মরণীয় করতেই তিনি এবার শস্যচিত্রে তা ফুঁটিয়ে তুলেছি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সড়কে দাঁড়িয়ে শহীদ আবু সাঈদের ছবি তুলছিলেন আদনান সামি তিনি বলেন, বন্ধুর কাছে খবর পেয়ে শস্যচিত্র দেখতে এসেছি। আমার সঙ্গে আরও অনেকেই এসেছেন। চমৎকার উদ্যোগ নিয়েছেন এই কৃষক এনামুল হক।

আব্দুল আউয়াল ডিগ্রী কলেজের শিক্ষার্থী মুবিন আহমেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে তাই বন্ধুদের নিয়ে সরাসরি দেখতে চলে আসলাম।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের প্রতিকৃতি দেখে মুগ্ধ হয়েছি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, কৃষক এনামুল হকের শস্যচিত্রের আবু সাঈদের ছবি এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। কৃষি শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম নয়, সৃজনশীলতারও একটি ক্ষেত্র। শুনেছি তার শস্যচিত্র দেখতে অনেকেই ভিড় করছেন ও প্রশংসাও করছেন ।

শ্রীপুর,গাজীপুর।

২৪.০২.২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট