কামরুজ্জামান, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় তারুণ্যের পক্ষ থেকে এস এস সি
মেধা অন্বেষণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ শে মার্চ রোজ শনিবার সকাল ১০ টায় জলঢাকা সরকারি কলেজে
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মুজাক্বীন, এবং আরো উপস্থিত ছিলেন সেলিমুর রহমান (সেলিম) ভারপ্রাপ্ত অধ্যক্ষ জলঢাকা সরকারি কলেজ, উপস্থিত ছিলেন আরজু মোঃ সাজ্জাদ অফিসার ইনচার্জ জলঢাকা থানা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজান কবির (লেলিন),
জনাব আলমগীর হোসেন সদস্য সচিব স্বেচ্ছাসেবকদল জলঢাকা উপজেলা শাখা,জলঢাকা কলেজ ছাত্র দল সভাপতি, শাকিল আহমেদ,ও ছাত্র নেতা জিহাদের পরিচালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে তারুণ্যে জলঢাকা মেধা অন্বেষণ ২০২৫ এর বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান টি শেষ হয়।