মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
ময়মনসিংহের ত্রিশালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে টানা ছুটি থাকলেও জরুরি চিকিৎসা সেবায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে নিয়োজিত কর্মচারীরা অব্যাহত রেখেছেন সেবাদান কার্যক্রম। পরিবার পরিকল্পনা অফিসের অধীনে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ গর্ভবতী মায়েদের সেবা, প্রসব সেবা, পরিবার পরিকল্পনা সেবা, শিশু ও কিশোর-কিশোরীদের চিকিৎসা, সাধারণ রোগীদের চিকিৎসা, প্রসব পরবর্তী সেবা এবং বিভিন্ন পরামর্শমূলক সেবা চালু রেখেছেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক, এক পরিবার কল্যাণ পরিদর্শিকা বলেন, সেবার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই। চাকরি জীবনে কর্তব্যকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত। জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর কবির অনিক জানান, নির্বাহী আদেশে সারা দেশের বিভিন্ন বিভাগের কর্মীগণ ছুটি ভোগ করলেও ত্রিশাল উপজেলার সদর ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের কর্মীরা সর্বসাধারণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত ছিল।