বিশেষ প্রতিনিধি মোঃ বাবুল সানা
খুলনা সাতক্ষীরা মহাসড়ক টি এখন পরিনত হয়েছে মরন ফাঁদ। খুলনা জিরো পয়েন্ট থেকে চুক নগর বাজার পর্যন্ত রাস্তার বিভিন্ন স্হানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিদিন শতশত বাস,ট্রাক,মাইক্রো, প্রাইভেট কার, সিএনজি, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল চলাচল করে এবং প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছে। একদিকে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে অপর দিকে যানবাহনের টায়ার, বডি,ইঞ্জিন ক্ষতিগ্রস্হ হয়ে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে।। বিগত সরকারের আমলে রাস্তা গুলো সঠিকভাবে তৈরি এবং তদারকি জোরদার না করার কারণে এমনটা হয়েছে বলে চলাচল কারীগন জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্র শিক্ষক পথচারী আন্দোলন করে আসলেও সড়ক ও জনপদ বিভাগের কর্ম কর্তা কর্মচারীরা কর্ণপাত করেনি।
তার উপর চলতি বর্ষা মৌসুমে একটানা বৃষ্টিতে মরার উপর খরার ঘা হয়ে গেছে রাস্তার বেহাল দশা। জনগণের যাওয়া আসা করা এবং রুগী পরিবহন করা খুবই কঠিন হয়ে গেছে।
দ্রুত রাস্তা সংষ্কার করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ ডেভলপমেন্ট সার্ভিস সেন্টার হিউম্যান রাইট ডিভিশন খুলনা এর সভাপতি এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের মানবাধিকার বিষয়ক সহঃ সম্পাদক জনাব প্রকৌশলী মোঃ কাওছার আলী। সেন্ট্রাল প্রেস ক্লাবের স্হায়ী সদস্য জনাব বাবুল সানা এবং গাজী আবদুল আলিম সহ হাজার হাজার সুবিধা বঞ্চিত জনগণ।।