মোঃ নুহু ইসলাম স্টাফ রিপোর্টারকালাম মেম্বারের
বাড়ি থেকে দক্ষিণ বাদুরা পর্যন্ত দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এক মানববন্ধনের আয়োজন করেছে।
শনিবার (১৯ জুলাই ২০২৫) সকাল ১০টায় চিতলাখালী গ্রামের বটতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং দ্রুত সড়ক সংস্কারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “এ সড়কটি এলাকার অন্যতম প্রধান যোগাযোগ পথ। বছরের পর বছর ধরে এই রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। বর্ষা মৌসুমে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন এমনকি কৃষিপণ্য পরিবহনেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
তারা আরও জানান, নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দিলেও সড়কটির উন্নয়নের কোনো বাস্তব পদক্ষেপ আজ পর্যন্ত গ্রহণ করা হয়নি। এ অবস্থায় দ্রুত সংস্কার না হলে আরও বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।