1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

বগুড়া শাজাহানপুরে ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-২ 

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ট্রাক থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে শাজাহানপুর থানাধীন বনানী বাইপাস মোড় সংলগ্ন বিটিসিএল অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ অভিযান চালানো হয়।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি পাথরবোঝাই ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে পাথরের স্তূপের ভেতর বিশেষভাবে রাখা একটি কাপড়ের বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসাথে ট্রাকটি জব্দ করা হয়েছে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— ট্রাকচালক মো. শমসের আলী (৩৫), পিতা মো. সুলতান, সাং হীরারকুঠি, এবং হেলপার মো. সিরাজুল ইসলাম (৩৮), পিতা মৃত আহাতাব আলী, সাং শিংগিরভিটা, উভয়েই নাগেশ্বরী থানার বাসিন্দা, জেলা কুড়িগ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে জ্ঞাতসারে গোপনে একস্থান থেকে অন্যস্থানে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় শাজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট