বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০(পঞ্চাশ) কেজি গাঁজা ও বহনকারী (নম্বরবিহীন) পুরাতন সিএনজিসহ চালক মোঃ নাছির উদ্দিন(৪২)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর এলাকা হতে গাঁজা ভর্তি সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিএনজি চালক মোঃ নাছির উদ্দিন কসবা উপজেলার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়ার মৃত ইদ্রিছ মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমি উদ্দিন সাংবাদিকদের জানান,পুলিশ ফাঁড়ীর এস.আই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ফাঁড়ী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে রাত ০৯:১০ মিনিটের দিকে চান্দপুর বাজারের ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে ৫০(পঞ্চাশ) কেজি গাঁজা এবং বহনকারী (নাম্বার বিহীন) একটি সিএনজিসহ চালক মোঃ নাছির উদ্দিন(৪২) কে হাতে নাতে গ্রেফতার করা হয়। পরে জব্দকৃত সিএনজি ও গাঁজাসহ মোঃ নাছির উদ্দিনের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়।