বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মহিলাসহ পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া রেল জংশন এলাকায় রেলওয়ে পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর একটার দিকে আখাউড়া রেল জংশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মো. সুমন (২৮), হৃদয় ইসলাম (২০), কবির হোসেন (৫৮), কল্পনা আক্তার (৪২) ও পারভীন আক্তার (৬৮) মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না।”