বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার, ২২ অক্টোবর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের উপর টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকার এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়। এ সময় প্রায় তিনঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন টেটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, চার-পাঁচদিন আগে নিজেদের মধ্যে তর্কের জেরে উকিলের গোষ্ঠীর সাদ্দাম থাপ্পড় দেন আজিজের গোষ্ঠীর আক্তারকে। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলতে থাকে। আজ বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিশ বসে। কিন্তু তাতে সমাধান না আসায় রাতে দুই গোষ্ঠীর লোকজন মহাসড়কের উপর সংঘর্ষে জড়ায়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে আজিজের গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার সন্ধ্যার পর থেকে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আনা হয়।