
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে আজমপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার আজমপুর এলাকার বাবুল মিয়া (৪৩) এবং একই গ্রামের মুসা মিয়া (৫৯)।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ট্রেনের টিকিট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয়ের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে ১৮ আসনের ছয়টি ট্রেনের টিকিট, একটি বাটন ফোন এবং নগদ ২,৫৭০ টাকা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে এসব আলামত জব্দ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।