
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন জব্দ করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া পাচারকারি হলো, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি গ্রামের মো.ফেরদাউছ আহমদ (৩৮)। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বেলা আড়াইটার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ১২০০ পিস চকলেট, ১২০ কেজি জিরা জব্দ করা হয়।