
শরিফুল ইসলাম, রামগঞ্জ
লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-২৭ তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল রামগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ তফসিল ঘোষনা করেন প্রেসক্লাব নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন। সহকারি নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রহমত উল্যাহ পাটোয়ারী সঞ্চালনায় তফসিল ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি নির্বাচন কমিশনার ও সাবেক প্রেসক্লাবের সভাপতি এস এম বাবুল(বাবর), সাবেক সাধারন সম্পাদক এ কে এম মিজানুর রহমান মুকুল, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর,সাবেক সহ সভাপতি মনির হোসেন বাবুল।ঘোষিত তফসিল অনুযায়ী আগমী ২৪ জানুয়ারি শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি মনোয়নপত্র সংগ্রহ জমা দেওয়ার তারিখ নির্ধারন করা হয়।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।