প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়ন হইতে ১০(দশ) কেজি গাঁজা সহ ০১ (এক) মাদক কারবারিকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
সময় এস আই (নিঃ)গোলাম মোস্তফা, এস আই রিয়াজুল ইসলাম ,সংগীয় এএসআই সুজন মাঝি,এ এস আই/ রিপন খান, কং/৭৬৬ মো: মেজবাউল ইসলাম ,কং/৭৭৪ মো: জসিম উদ্দিন, কং/৭২৮ মো: ইমরান খান সহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কালুপুর সাকিনে লক্ষীপুর লঞ্চ ঘাটে পাকা ব্লক এর উপর থেকে ১০(দশ) কেজি গাঁজা সহ ১। মোঃ রনি( ৩০) ,সাং- বাদর তলা,ঝাউতলার সাথে,১০নং ওয়ার্ড,থানা-কুমিল্লা কোতয়ালী,জেলা-কুমিল্লা কে ধৃত করেন। ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে