
মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক দায়বদ্ধতা ও জনসেবার অংশ হিসেবে আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীমঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় এই মেডিকেল ক্যাম্প শুরু হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ক্যাম্পের উদ্বোধন করেন এবং উপস্থিত জনসাধারণের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করেনএসময় রুহুল কবির রিজভী বলেন, মানুষের সেবাই হলো সর্বশ্রেষ্ঠ কাজ। তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেমেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন বগুড়ার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—এ্যাড মাহাবুবুর রহমান (সাবেক সভাপতি, জেলা বিএনপি,সাবেক মেয়র)
হেললুজ্জামান তালুকদার লালু (সাবেক সংসদ সদস্য
মোশাররফ হোসেন (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা বিএনপি)ভিপি সাইফুল ইসলাম (সাবেক সভাপতি, জেলা বিএনপিজয়নাল আবেদীন চাঁন সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি)আলহাজ্ব এ্যাড. মো: হামিদুল হক চৌধুরী হিরু (সভাপতি, বগুড়া শহর বিএনপি ও সহ-সভাপতি, বগুড়া জেলা বিএনপি)সরকার মুকুল (সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দল)নাজমা আক্তার (সাধারণ সম্পাদক, জেলা মহিলা দল)স্থানীয় নেতা মোঃ স্বাধীন এবং অন্যান্য বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।এই বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরিব ও দুস্থ মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। জনসেবায় এমন উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় জনসাধারণ এই মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।