
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিবির) অভিযানে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান।
৬০ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল গত (৫ নভেম্বর থেকে ১২ নভেম্বর) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, কসমেটিক্স, খাদ্য সামগ্রী, বাজি, চাদর ও বিভিন্ন প্রকার মাদক জদ্ধ করে।