বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকা থেকে ক্যান্সারের ওষুধসহ প্রায় সাড় ছয় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে বিজিবি’র অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। রবিবার দুপুরে বিজিবি- ২৫ ব্যাটালিয়নের প্রধান কার্যালয় সরাইলে এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে সাত হাজার ১১৮ পিস মোবাইল ফোন ডিসপ্লে, ১৯৫ প্যাকেট পিঁয়াজের বীজ, আট হাজার ৩১৬ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধার করা ইনজেকশন ক্যান্সারের কেমোথেরাপি দেওয়ার কাজে লাগানো হয়। এসব ভারতীয় পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এখন বিপুল ভারতীয় পণ্য জব্দ করা হচ্ছে। বিজিবি সদস্যরা চোরাচালান প্রতিরোধে দিন রাত অনেক কষ্ট করছেন। গত ছয় মাসে ২৫ বিজিবি’র আওতাধীন সীমান্ত এলাকা থেকে প্রায় ৪৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়। আটক করা হয় ৩৩ জন চোরাকারবারিকে। জব্দ করা পণ্যের মধ্যে মাদক, মোবাইল ফোন ডিসপ্লে, শাড়ি, কসমেটিক, মাছ ইত্যাদি রয়েছে।’