1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ মাসে ১১০ কোটি টাকার পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়া টর্চ লাইট জ্বালিয়ে সড়কে  দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ৩০ বগুড়ার পরিবেশ সুরক্ষায় ‘প্লাস্টিকের বিকল্প ব্যবহার’ শীর্ষক প্রদর্শনী ও আলোচনা সভা গাবতলীতে বিশেষ অভিযানে মাদক কারবারী ও গরু চোরসহ ৪ জন গ্রেপ্তার গাইবান্ধায় জেলা প্রশাসন ও পরিবহন কতৃপক্ষের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  বিজয়নগরে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার বাঘায় বিএনপির জনসমুদ্রে রাষ্ট্র মেরামতের অঙ্গীকার ময়মনসিংহের চুরখাইয়ে অভিযান: ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বগুড়া ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত  শাজাহানপুরে নিখোঁজ সিএনজি চালকের পচনধরা মৃতদেহ উদ্ধার

বগুড়ায় খুনসহ ডাকাতির মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৪ জন 

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান ক্রাইম রিপোর্টার বগুড়া

বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তালোড়া বাজারে ঘটে যাওয়া মর্মান্তিক খুনসহ ডাকাতির ঘটনায় মূল হোতা জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে লুন্ঠিত টাকা ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন, জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নওদাপাড়া এলাকার নবাব আলীর ছেলে জুয়েল প্রাং (২৬), শিবগঞ্জ উপজেলার খেউনী বিন্ন্যাচাপড় এলাকার বাছেদ প্রামানিকের ছেলে বাহালুল প্রামানিক রাজু (২৯), কাহালু উপজেলার পোগইল এলাকার নাছির উদ্দীনের ছেলে ইমরান (৩১) ও দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাবলা এলাকার হাফিজার রহমানের ছেলে আসলাম (২৫)।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় এসব তথ্য গণমাধ্যমকে জানান অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গভীর রাতে। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দুপচাঁচিয়া থানাধীন তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালা (৬২) এর বাড়িতে ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা ডাকাত প্রবেশ করে। তারা বাড়ির সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং নগদ আনুমানিক দুই থেকে তিন লক্ষ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে।

এ সময় ডাকাত দল বিমলা পোদ্দার (৬৫)-কে শ্বাসরোধে হত্যা করে। ডাকাতরা ভোর ৪টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা যায়।

পুলিশ জানায়, ঘটনার পর বগুড়া জেলা পুলিশের ডিবি টিম দ্রুত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা জুয়েলসহ সহযোগী আসলাম, ইমরান ও রাজুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া টাকার মধ্যে ১৩ হাজার টাকা, নিহত ভিকটিম বিমলার মোবাইল ফোনসহ মোট দুটি লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরো জানায়, আসামি বাহালুল ইসলাম রাজুর বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি, চুরি, দস্যুতাসহ মোট ৪টি মামলা রয়েছে। এছাড়াও ইমরানের বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা, আসলামের বিরুদ্ধে চুরির ১টি মামলা ও জুয়েল প্রামানিকের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও দস্যুতাসহ মোট ৬টি মামলা বিচারাধীন।

পুলিশ জানায়, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট