আব্দুল হক বাঘা রাজশাহী প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে পথসভা ও মতবিনিময় করেছেন প্রভাষক জুয়েল খান। সোমবার (১৩ অক্টোবর) রাত্রি ৯ টার সময় বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ। পরিচালনা করেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক জুয়েল খান বলেন, “এই দেশের মানুষ আজ গণতন্ত্র ও ভোটাধিকার থেকে বঞ্চিত। দেশের আপামর জনতার অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। জনগণের পাশে থেকে তাদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।” তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তিনি জামায়াতের পিয়ার পদ্ধতির কড়া সমালোচনা করেন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শিমুল শেখ, কিশোরপুর ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ঝন্টু মোল্লা, পাকুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব খান ও পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা জাহিদ বাবু।
এসময় পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে সমর্থন ঘোষণা করেন।
সভা শেষে প্রভাষক জুয়েল খান সাধারণ ভোটারদের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।