বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির অভিযানে ১৫ হাজার ১৯২ পিস ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করা হয়েছে। এসব ডিসপ্লে’র আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। অভিযানে ১০৭ পিস কম্বলের পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় রবিবার সকালে বিশেষ অভিযান পরিচালনার সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী ওই পিকআপ থেকে এসব মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করা হয়। আটককৃত অবৈধ ভারতীয় পণ্য আখাউড়া কাষ্টমস অফিসে জমা দেওয়া হবে।